ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে একদিনে রেকর্ড মৃত্যু, আক্রান্ত আরও ৬ লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে করোনার দাপট বেড়েই চলেছে। প্রতিদিনই এখনও হু হু করে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেও ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। যা একদিনের নিরিখে সর্বোচ্চ মৃত্যু। নতুন করে শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি। সে তুলনায় অনকটা পিছিয়ে সুস্থতার হার। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৭৪১ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ২২ হাজার ৬০ জনে। নতুন করে ১০ হাজার ১৮৪ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ লাখ ৮৮ হাজার ৬৯৯ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৬৬ লাখ ৬৮ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৮২ হাজার ৪৪৪ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৫ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৭ লাখ ৪৯ হাজার ৭ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৬৩ হাজার ৪০৬ জনের।

চারে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১৮ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৫৩৫ জনের।  

পাঁচে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৮ লাখ ৩৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৫৯৩ জন।

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৬৩ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ৪০ হাজার ১০৫ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১২ লাখ প্রায় ৫৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫০ হাজার ৩৬৫ জনের। 

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় শুক্রবার (৬ নভেম্বর) থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪২ হাজার ৯৫৩ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ১২৭ জনের।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি